প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ২৬ প্রার্থী
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলার তিন উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ১ জন বাদে প্রতিদ্বন্দ্বী ২৬ জন প্রার্থীর মাঝে এদিন প্রতীক বরাদ্দ দেয়া হয়। হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ কারণে তাকে প্রতীক বরাদ্দ দেয়ার প্রয়োজন হয়নি।
রিটার্নিং অফিসার ও চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এ সময় চাঁদপুর জেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সদর এসি (ল্যান্ড) হেদায়েত উল্লাহসহ নির্বাচন-সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
একই মার্কা একাধিক প্রার্থী চাওয়াতে তা লটারির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।
এদিন দলীয় নেতা-কর্মী ও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচনের প্রার্থীগণ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
শাহরাস্তি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এই তিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরই রাজনৈতিক পরিচয় তারা আওয়ামী লীগের। তবে দলীয় প্রতীক না থাকায় সবাই স্বতন্ত্র নির্বাচন করছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা আজ থেকে প্রচারণায় নেমে পড়েন। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।