প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০
ব্যবসায়িক এলাকা পুরাণবাজারে রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি পুরাণবাজারে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন। ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাঁদপুরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজারে এ গণসংযোগ করেন।
এ সময় তিনি গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বাজারের মসজিদপট্টি, ট্রাঙ্কপট্টি, ফলপট্টি, সুতাপট্টি, চাউলপট্টি, ডালপট্টি, বাতাসাপট্টি, আড়তপট্টিসহ প্রতিটি গলির ব্যবসায়ী, ক্রেতা, শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাদের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন। তিনি বলেন, আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের কাছে দোয়া, সমর্থন এবং ভোট কামনা করছি। ভোটাররা আমাকে আপন করে নিয়েছে। তাদের স্নেহ-ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। এই ভালোবাসার ঋণ কখনোই শোধ করা যাবে না। আমি নির্বাচিত হলে আমৃত্যু এই মানুষগুলোর পাশে থেকে সেবা করে এ ঋণ শোধ করবো ইনশাআল্লাহ।
মোঃ রাকিক মাঝির নির্বাচনী গণসংযোগকালে পুরাণবাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।