বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

স্টাফ রিপোর্টার ॥
ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

ফরিদগঞ্জে ফিল্মি স্টাইলে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনায় মোঃ সোহেল ও প্রবাস ফেরত মোঃ মুজাম্মেল হোসেন নামে দুই ব্যক্তিকে নির্যাতন করা হয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়ক বন্ধ করে কিশোর গ্যাংয়ের দশ থেকে ১২ জন সদস্য মিলে ভুক্তভোগীদের বেধড়ক মারধর করে। এ সময় ঘটনাস্থলের সড়কে প্রায় এক ঘণ্টা যানজট সৃষ্টি হয়। সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দেখে উপস্থিত স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে কিশোর গ্যাংকে প্রতিহত করার চেষ্টা করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ২০ এপ্রিল শনিবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামের খাসের বাড়ি ও স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিন ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ সোহেল (৩১) ও মোঃ সেলিমের ছেলে মোঃ পারভেজ হোসেন বাবু (২৭) একই বাড়ির বাসিন্দা। একজনের বসতঘর আড়াল করে আরেক জনের বসত থাকা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পূর্বের এ তুচ্ছ বিরোধের জেরে ঘটনার দিন সন্ধ্যার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে মোঃ পারভেজ হোসেন বাবুর পক্ষে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলের একটি বহর নিয়ে দেশীয় অস্ত্রসহ একদল কিশোর ঘটনাস্থলে প্রবেশ করে। পরে মোটরসাইকেলের মহড়া দিয়ে ভুক্তভোগী মোঃ সোহেলকে নিজ বসতবাড়ি থেকে তুলে নিয়ে ফরিদগঞ্জ-রূপসা সড়কের পাশে আবদুল মান্নানের দোকানের সামনে এনে বেধড়ক মারধর করতে থাকে। বিষয়টি দেখে প্রত্যক্ষদর্শী মোঃ মোজাম্মেল হোসেন বাধা দিলে তাকেও মারধর করে কিশোর অপরাধী ওই চক্রটি। প্রায় ঘন্টাব্যাপী ফিল্মি স্টাইলে প্রকাশ্যে এমন অপরাধ সংঘটিত হয়। পরে স্থানীয় জনতা কিশোর অপরাধীদের প্রতিরোধের চেষ্টা করলে ৩টি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগীদের চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থলে পড়ে থাকা ৩টি মোটরসাইকেল উদ্ধার করে ইকবাল হোসেন মিটু নামে এক ব্যক্তির হেফাজতে রাখে স্থানীয়রা। কিশোর সন্ত্রাসীদের ব্যবহারকারী মোঃ পারভেজ হোসেন বাবুর বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শী মোঃ মোজাম্মেল হোসেন বলেন, প্রকাশ্যে একটি ছেলেকে বাড়ি থেকে তুলে এনে দোকানের সামনে পেটাচ্ছে একদল সন্ত্রাসী। আমি দেখে সহ্য করতে না পেরে তাদের বাধা প্রদান করি। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকেও মেরেছে। আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনার উচিত বিচার চাই।

স্থানীয় বাসিন্দা আহসান হাবিব মামুন বলেন, প্রকাশ্যে তুচ্ছ ঘটনায় ফিল্মি স্টাইলে অন্য গ্রাম থেকে কিশোর অপরাধীরা এসে আমাদের গ্রামের নিরীহ পরিবারের ওপর হামলা করেছে। বিষয়টি সমাজের জন্যে অশনি সংকেত। আমাদের গ্রামে আর কখনো এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। আমি চাই, সংশ্লিষ্ট প্রশাসন অপরাধীদের কঠোর হস্তে দমন করুক।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, সমাজে কিশোর অপরাধীদের এমন তাণ্ডব দেখার জন্যে নয়। যারা কিশোর অপরাধীদের ব্যবহার করছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে, সকলের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আমি পুলিশ প্রশাসনকে বলবো, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ এখনও পাইনি। তবে খোঁজখবর নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়