বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক কামরুল হাসান

আমাদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি অব্যাহত রাখতে হবে

মিজানুর রহমান ॥
আমাদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি অব্যাহত রাখতে হবে

জনকল্যাণে সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। ২১ এপ্রিল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর জেলার মাসিক উন্নয়ন-সমন্বয় কমিটির সভায় সভাপ্রধানের বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

সার্বজনীন পেনশনের বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সত্যিকারার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন মহতী উদ্যোগের একটি হচ্ছে সার্বজনীন পেনশন স্কীম। তিনি চাঁদপুর জেলায় এর সর্বাত্মক বাস্তবায়ন কামনা করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলের প্রতি ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ছোটখাটো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে এবং সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি অব্যাহত রাখতে হবে।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় আরও অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারীসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান/ প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যরা।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহম্মেদ টিটো, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহঃ আলিউন হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নেওয়াজ শরীফ, পল্লী বিদ্যুতের জিএম আতিকুজ্জামান চৌধুরী, চাঁদপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, মেঘনা-ধনগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সাদিয়া আফরিন সুরভীসহ কমিটির সদস্যগণ এই উন্নয়ন-সমন্বয় সভায় তাদের দপ্তরের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে বক্তব্য রাখেন।

প্রচণ্ড দাবদাহ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বৈঠকে জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। তিনি ভেজাল ওষুধ প্রতিরোধে ওষুধ প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেন। সে সুবাদে জীবন রক্ষাকারী ওষুধের ভেজাল নিয়ন্ত্রণে প্রতিমাসে জেলা উপজেলায় ড্রাগ সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে একটি করে অভিযান করার সিদ্ধান্ত হয় সভায়।

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ওয়্যারলেস মোড় ও বাবুরহাট চৌরাস্তা এলাকায় সৌন্দর্য বর্ধন এবং যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ ও সেখানে ইউ টার্ন তৈরির জন্যে সড়ক বিভাগের কাছে প্রস্তাব করেন। এছাড়া তিনি চাঁদপুর শহরের পুরাণবাজার-নতুনবাজার ব্রিজের পুরাণবাজার অংশের ঝুঁকিপূর্ণ রাস্তার উন্নয়ন এবং শহরে বাইপাস সড়ক নির্মাণ দরকার বলে জানান।

হিট স্ট্রোকসহ প্রচণ্ড গরমের মধ্যে সকলকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে জনসাধারণকে সচেতন করা, ডেঙ্গু বিষয়ে সতর্ক থাকা, বিদ্যুৎ প্রাপ্তি, সরবরাহ ও লোডশেডিংয়ের পরিমাণ, অনাবাদি জমিকে চাষের আওতায় আনা, শহর রক্ষা বাঁধের কাজ, সাপেকাটা রোগীর জন্যে ওষুধ সংরক্ষণ, মডেল মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি, সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কৃষকের সেচ সুবিধা, শহরের এসবি খালসহ ৪টি খাল সংরক্ষণ প্রকল্প, বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের অগ্রগতি, বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণসহ আরো অনেক সমস্যা এবং উন্নয়ন বিষয়ে আলোচনা হয় সভায়।

জেলা প্রশাসক চাঁদপুরকে একটি উন্নত অনুকরণীয় জেলা হিসেবে গড়ে তোলার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দপ্তরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়