বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), চাঁদপুর-এর সমন্বয় সভায় বক্তারা

সেবার সহজীকরণ ও জনসচেতনতা সৃষ্টিতে এসিজি গ্রুপ কাজ করছে

সংবাদ বিজ্ঞপ্তি ॥
সেবার সহজীকরণ ও জনসচেতনতা সৃষ্টিতে এসিজি গ্রুপ কাজ করছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণা এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সহযোগিতায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার সনাক-চাঁদপুর কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সনাকের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। সভায় সনাক চাঁদপুরের আটটি এসিজি গ্রুপের সমন্বয়ক, সহ-সমন্বয়ক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ ও প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। পরে সনাকের শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি উপ-কমিটির সাথে এসিজি গ্রুপের সভা অনুষ্ঠিত হয়।

সনাকের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত বলেন, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা পূরণে আমাদের ভূমিকা রাখতে হবে। এসিজি গ্রুপ দায়বদ্ধতার জায়গা থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রান্তিক পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ ধরনের সভা একে-অপরের সাথে আন্তঃসম্পর্ক বিকাশে ভূমিকা রাখে। কাজের গতি বৃদ্ধি করে। তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডঃ পলাশ মজুমদার, চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়ক উজ্জ্বল হোসাইন, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়ক মাইনুল ইসলাম মানিক, রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়ক মোঃ নুরুল্লাহ রুবেল, হানারচর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়ক মোঃ ইমাম হাসান, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়ক মোঃ ফজলুর রহমান রুবেল, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়ক মাঈনুদ্দিন ফুটন, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রিক এসিজির সদস্য রোকসানা বেগম, আঃ আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক এসিজি গ্রুপের সদস্য সিয়াম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এসিজি গ্রুপ প্রান্তিক পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সচেতনতা সৃষ্টি ও প্রাতিষ্ঠানিক সেবাকে সহজীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এসিজি গ্রুপ কমিউনিটি অ্যাকশন মিটিং, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা, কমিউনিটি মনিটরিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যার সুফল স্থানীয় জনগণ ভোগ করেন।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা সভা পরিচালনা করেন। তিনি পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে টিআইবির চলমান প্যাক্টা প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক আলোচনা করেন। সভায় ইয়েস গ্রুপের সহ-দলনেতা আবু হানিফ ভূঁইয়া সজিব, সুস্মিতা দাসসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়