প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলেন কচুয়ার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মাহমুদ
১০তম গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন আস্থা গ্রুপের ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ (রাসেল)। তিনি কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ৫ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। এলাকায় তিনি রাসেল নামে পরিচিত। তাঁর শিক্ষাজীবন শুরু করেন ৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে জুরাইনপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলীতে বিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আস্থা গ্রুপের প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং সিইও-এর দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম আব্দুল মান্নান সুনামের সহিত খর্গপুর রাব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
আগামী ২১ এপ্রিল পর্যন্ত তিনি এই সফরে বিশ্ববিখ্যাত এমআইটির বোর্ড অব ট্রাস্ট্রিজ, হার্ভার্ড কেনেডি স্কুলের এডভাইজরি সদস্য, চেয়ার স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ও গুগলের ডিসিসিভ টেকনোলজির জনক ঔড়যহ উধহধ ঈযরংযড়ষস-এর তত্ত্বাবধানে প্রজেক্ট উপস্থাপন করবেন।
মাহমুদ একাধারে ফিনটেক বিশেষজ্ঞ, সার্টিফায়েড আইএস অডিটর, বহু স্টার্ট আপের সফল উদ্যোক্তা ও সংগঠক। তিনি অওগ ইধহমষধফবংয এর ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি টেক জায়ান্ট টুইটার, এডোবি, এয়ারবিএনবি, মেটা, সিসকো ও স্ট্যানফোর্ড সিড অফিস পরিদর্শন করবেন।
মাহমুদ দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্টার্ট আপকে জনপ্রিয় করা, সহজভাবে মানবিক কল্যাণে স্টার্টআপকে কাজে লাগানোর মডেল, সমস্যা সমাধানে স্টার্টআপ তথা অন্টারপ্রেনিউরাল মডেলকে টেকসইভাবে কাজে লাগানোর উপায় ও প্রয়োগ নিয়ে ধারণাপত্র ও প্রকল্প উপস্থাপন করবেন।
আবদুল্লাহ আল মাহমুদের যুক্তরাষ্ট্র সফরকালে সেখানকার বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে আস্থা গ্রুপের সমঝোতা স্বাক্ষর করার কথা রয়েছে।