শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙ্গে মালামাল আত্মসাতের অভিযোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
শাহরাস্তিতে রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙ্গে মালামাল আত্মসাতের অভিযোগ

শাহরাস্তিতে রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙ্গে মালামাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। শাহরাস্তি থানার অভিযোগ সূত্রে জানা যায়, সাহাপুর চৌধুরী বাড়ির রুপম রায় চৌধুরী তাঁর যৌথ মালিকানাধীন ২০ শতাংশ জমির উপর পিলার ও টিন দিয়ে সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ করেন। ১৮ মার্চ রাতে তার সীমানা প্রাচীর ভেঙ্গে মালামাল লুটপাট করা হয় বলে জানা যায়।

অভিযোগকারী রুপম রায় চৌধুরী তাঁর অভিযোগে উল্লেখ করেন, একই বাড়ির বিশ্বজিৎ রায় চৌধুরী (৩১), স্নিগ্ধা রায় চৌধুরী লিটু (৪৬) ও নিকুন্ত রায় চৌধুরী দীপ্ত (২৫) সীমানা প্রাচীর ভেঙ্গে নিয়ে যায় ও পরিবারের লোকদেরকে হুমকি প্রদান করে। তারা রাতের আঁধারে আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় ও ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে আমি প্রথমে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে তারা আমাকে নিকটস্থ থানায় অভিযোগ করতে বলেন। তারপর আমি শাহরাস্তি মডেল থানায় এসে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এখন পর্যন্ত অভিযোগের ভিত্তিতে কাউকে আটক করা হয়নি ও চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়েও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মোঃ মহসিন আলম জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মালামাল উদ্ধার করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়