বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা ছাত্রদল সেক্রেটারীসহ দুই নেতার ২ বছরের কারাদণ্ড

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর জেলা ছাত্রদল সেক্রেটারীসহ দুই নেতার ২ বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ ২জনকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিনের আদালত মামলা নং-৫৩৫/১৭-এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ইসমাইল হোসেন পাটওয়ারী উপস্থিত থাকলেও দণ্ডপ্রাপ্ত অপর আসামি ছাত্রদল নেতা জুনায়েদ জকি অনুপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মণ্ডল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জকিকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ আক্তার হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ কোহিনুর বেগম ও অ্যাডঃ ইয়াছিন আরাফাত।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম জানান, চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলায় সাজা হয়েছে। এটি একটি গায়েবি মামলা। এর কোনো সততা নেই। ন্যায় বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে এ রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক শহরে মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়