রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা ছাত্রদল সেক্রেটারীসহ দুই নেতার ২ বছরের কারাদণ্ড

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর জেলা ছাত্রদল সেক্রেটারীসহ দুই নেতার ২ বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ ২জনকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিনের আদালত মামলা নং-৫৩৫/১৭-এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ইসমাইল হোসেন পাটওয়ারী উপস্থিত থাকলেও দণ্ডপ্রাপ্ত অপর আসামি ছাত্রদল নেতা জুনায়েদ জকি অনুপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মণ্ডল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জকিকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ আক্তার হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ কোহিনুর বেগম ও অ্যাডঃ ইয়াছিন আরাফাত।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম জানান, চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলায় সাজা হয়েছে। এটি একটি গায়েবি মামলা। এর কোনো সততা নেই। ন্যায় বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে এ রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক শহরে মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়