বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম আবুল কাশেম পাটোয়ারীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় মতলব কমিউনিটি সেন্টারে মতলব প্রেসক্লাব ও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন।

মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা ও বর্তমান সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান।

এছাড়া বক্তব্য রাখেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, মতলব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, প্রচার সম্পাদক সমির ভট্টাচার্য প্রমুখ।

এ সময় লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম প্রধানীয়া, মরহুমের ভাতিজা লেখক আজম পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সদস্য আরিফুল ইসলাম শান্ত, মোহাম্মদ আলী পাটোয়ারী টুটুল, খোরশেদ আলম, চয়ন চন্দ্র ঘোষ, শিক্ষক এএস পলাশ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া, মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোরশেদ আলম সিরাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়