শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নূতন কমিটি গঠন

সভাপতি রিয়াদ ফেরদৌস সম্পাদক কাদের পলাশ

অনলাইন ডেস্ক
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নূতন কমিটি গঠন

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় ২০২৪-২৫ সালের জন্যে নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। এর আগে ২০২২-২৩ সালের কার্যকরি কমিটি বিলুপ্ত করা হয়। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যের সম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি পদে জিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার কাদের পলাশ।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ ও এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের এবং গীতা পাঠ করেন নিউজ টুয়েন্টিফোরের চাঁদপুর জেলা প্রতিনিধি খোকন কর্মকার। সভার প্রথম পর্বে ফোরামের মরহুম সকল সদস্য ও অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন।

এজেন্ডাভিত্তিক আলোচনার শুরুতে ২০২২ সালের কার্যবিবরণী পাঠ ও বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক কাদের পলাশ। পরে গত মেয়াদের কমিটির আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন তিনি। উত্থাপিত আয়-ব্যয়ের হিসেব সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়াও সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকল সদস্যের সম্মতিক্রমে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রতি বছর বার্ষিক সাধারণ সভার পূর্বে চাঁদা আদায় ও সদস্য হালনাগাদ করার পরামর্শ দেন উপস্থিত সকলে।

পরে উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৪-২৫ সালের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। এ সময় সভাপতি পদে রিয়াদ ফেরদৌস ও মুনাওয়ার কানন প্রার্থিতা ঘোষণা করেন। পরে সিনিয়র সদস্যদের সমঝোতায় রিয়াদ ফেরদৌসকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশকে পুনরায় নির্বাচিত করা হয়।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, সহ-সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার তালহা জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, কোষাধ্যক্ষ একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, কার্যকরি সদস্য আরটিভির স্টাফ রিপোর্টার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা, চ্যানেল টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু।

সভায় সর্বসম্মতিক্রমে সদস্য যাচাই-বাছাই-এর জন্য ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম বাদশা, সদস্য সচিব সোহেল রুশদী, সদস্য নুরুল আলম এবং পদাধিকার বলে সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় সকল সদস্য সদ্য বিদায়ী কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে কাশ্মীর ট্যুর-এর মতো একটি ভ্রমণের আয়োজন করায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সম্পৃক্ত সকলকে বিশেষ কৃতজ্ঞতা জানান। তারা বলেন, চাঁদপুরের ইতিহাসে কাশ্মীর ট্যুর একটি ঐতিহাসিক ট্যুর। দেশের অনেক বড় বড় সংগঠনও এমন একটি ব্যয়বহুল ট্যুরের সাহস করবে না। সেখানে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন করেছে। এজন্যে সকল সদস্য সংগঠনের সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি, সদস্য নাছির পাঠান, হাবিবুর রহমান খান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক ও এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম।

পরে সভার সভাপতি আল ইমরান শোভন সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়