শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায়

সরস্বতী পূজার কার্যক্রম দিনের বেলা সম্পন্ন করার সিদ্ধান্ত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
সরস্বতী পূজার কার্যক্রম দিনের বেলা সম্পন্ন করার সিদ্ধান্ত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুরের আয়োজনে বিশেষ সভা ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দেশের বৃহৎ পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সরস্বতী পূজার সকল কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার মধ্যে শেষ করার সিদ্ধান্ত ওই সভায় গ্রহণ করা হয়। সন্ধ্যার পর পূজা মণ্ডপে বা রাস্তায় কোনো ধরনের সাউন্ড সিস্টেম বা ডিজে না বাজানোর সিদ্ধান্ত হয়। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বেলা ৩টা থেকে সন্ধ্যার আগে পূজার শোভাযাত্রা শেষ করতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপ-পরিচালক দেওয়ান মানোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, বাবু দীলিপ সাহা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়