শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব উত্তরে বিকাশ ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই ॥ আটক ১

মতলব উত্তর প্রতিনিধি ॥
মতলব উত্তরে বিকাশ ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই ॥ আটক ১

মতলব উত্তর উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে জনতা ১ জনকে হাতেনাতে আটক করেছে। আটককৃত ছিনতাইকারী মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আল-আমীন (৩২)।

এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, হাতিকাটা টরকি গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে হুমায়ুন কবির সুজাতপুর বাজারের বিকাশ ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় সুজাতপুর বাজার থেকে তার বাড়িতে যাওয়ার পথে হাতিকাটা টরকি রাস্তার কালভার্টের সামনে আগে ওঁৎ পেতে থাকা ৬/৭ জন লোক হুমায়ুনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে। এ সময় তার সাথে থাকা ৭ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে ১ জনকে আটক করে থানায় সোপর্দ করেন। আহত হুমায়ুন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃত আল-আমীন তার সাথে থাকা সহযোগীদের নাম বলে দিয়ে অপরাধ স্বীকার করেছে। সহযোগীরা হলো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের মহরম আলীর ছেলে মোঃ ইয়াছিন (২২) এবং রুহুল আমিনের ছেলে শাহপরান (২৭)সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং একজন আটক আছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়