বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

অ্যাডঃ মিজানুর রহমান এবং কাজী গোলাম মোস্তফার মৃত্যুতে

চাঁদপুর জেলা বিএনপির স্মরণসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা বিএনপির স্মরণসভা ও দোয়া

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডঃ মিজানুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি কাজী গোলাম মোস্তফার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ সফিউদ্দিন আহমেদ।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় প্রয়াত দুনেতার প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, জেলা বিএনপির সদস্য অ্যাডঃ কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ। জেলা বিএনপির উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, মতল দক্ষিণ উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম সাগর, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

স্মরণসভায় বক্তারা বলেন, শহিদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বিএনপির রাজনীতিতে অ্যাডঃ মিজানুর রহমান এবং কাজী গোলাম মোস্তফার অবদান রয়েছে। তারা অত্যন্ত বিনয়ী রাজনীতিবিদ ছিলেন। এতো অল্প সময়ে তারা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন সেটা কখনো ভাবিনি। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের তাৎক্ষণিক নির্দেশে তাদের জন্যে আমরা এই স্মরণ সভার আয়োজন করেছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন--এই দোয়া করছি।

এ সময় শোককে শক্তিতে রূপান্তরিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, প্রয়াত অ্যাডঃ মিজান ও কাজী গোলাম মোস্তফার স্বপ্ন ছিলো সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র। যেখানে মানুষের সকল প্রকার মৌলিক অধিকার থাকবে। সে লক্ষ্যে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান বক্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়