প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় পৌষ ও পিঠা মেলা পরিদর্শনে সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ
কচুয়া উপজেলার রহিমানগরে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ১৫ দিনব্যাপী পিঠা মেলা পরিদর্শন করেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। গতকাল শনিবার সন্ধ্যায় এ মেলা পরিদর্শন করতে আসলে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ড. সেলিম মাহমুদ মেলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং মেলা আয়োজকদের আমাদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার জন্যে ধন্যবাদ জানান। মেলা শুরু হয় ২৩ জানুয়ারি। প্রতিবছরই এ সংগঠনটি শীত মৌসুমে ব্যাপক উদ্যোগে পৌষ ও পিঠা মেলার আয়োজন করে থাকে। এ বছরও পিঠা মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। মেলার বিভিন্ন স্টলে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, দুধ চিতই পিঠা, পাকন পিঠা, নকশী পিঠা, মালপোয়া পিঠাসহ বিভিন্ন রকমের পিঠা স্থান পায়। এসব স্টলে ঐতিহ্যবাহী পিঠা ক্রয় করে খাওয়ার জন্যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া মেলায় বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে।