প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নির্বাচন পরবর্তী চাঁদপুর পৌরসভার ১ থেকে ৫নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী
প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে
সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেছেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থী থাকবে। কারণ সরকারের রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত বেশিরভাগ উন্নয়ন কাজই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়। কাজেই আমাদের দলে এতো এতো যোগ্য প্রার্থী তাদের মধ্যে যদি ৪/৫ জন নির্বাচনে দাঁড়ায়, তাহলে প্রতিপক্ষের ১ জন হলে আমাদের দলীয় প্রার্থী পরাজিত হতে পারে। আমরা নেত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো। ২৬ জানুয়ারি শুক্রবার রাতে পুরাণবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চাঁদপুর পৌরসভার ১নং, ২নং, ৩নং, ৪নং ও ৫নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দলের নেতৃত্বধারী যারা প্রকাশ্যে নির্বাচনে নৌকার বিরোধিতা করেছে, তাদেরকে যাতে ভবিষ্যতে কখনো দলীয় কোনো নির্বাচনের দায়িত্বে আনা না হয়। এ বিষয়েও আমরা নেত্রীর সাথে আলোচনা করবো। একই সাথে অন্তত ৬ মাস অন্তর অন্তর নির্বাচন পরিচালানার কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ যাতে মতবিনিময় করতে পারেন সেদিকে সকলে দৃষ্টি রাখবেন। নৌকা জয়ী করতে সকলে অক্লান্ত পরিশ্রম করায় এখানে আমরা ৮৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হতে পেরেছি। এজন্যে দলের নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
চাঁদপুর পৌর আওয়ামী লীগ সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি ও পৌর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নুরু বক্তব্য রাখেন। এর আগে ডাঃ দীপু মনি সমাজকল্যাণমন্ত্রী হওয়ায় কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবের পরিচালনায় মতবিনিময়ের এই সভায় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা কৃষক লীগ নেতা আজিজুর রহমান বাদল, পৌর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নুরু, মিঠু, রেজওয়ানুর রহমান রিজু, কবির পাটওয়ারী, আলমগির ভূঁইয়া, সঞ্জিব পোদ্দার, নাছির খান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের মোশারফ হোসেন মানিক মাঝি, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ মালেক শেখ, কামাল হাওলাদার, নজরুল ইসলাম হাওলাদার, ৩নং ওয়ার্ডের মফিজ বেপারী, গাজী মোঃ হাছান, ৪নং ওয়ার্ডে আরিফুল ইসলাম গাজী, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়া, জিএম শামছুল আলম প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আঃ রহমান খোকা মুন্সী। মতবিনিময় সভায় পৌর ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।