রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

তীব্র শীতে এখনও কাবু চাঁদপুরের জনজীবন

জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস

মিজানুর রহমান ॥
তীব্র শীতে এখনও কাবু চাঁদপুরের জনজীবন

চাঁদপুরে এক সপ্তাহ জুড়ে কুয়াশা আর হিমেল হাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। দিনভর সূর্যের আলো না থাকায় ঠাণ্ডার মাত্রা দিনে ও রাতে একই থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। টানা তীব্র শীতের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। সারাদেশের ন্যায় চাঁদপুরের ওপর দিয়ে বয়ে চলা সপ্তাহব্যাপী তীব্র শীতে নাকাল জনজীবনের পাশাপাশি ফসলের ক্ষতি নিয়েও কিন্তু উদ্বিগ্ন কৃষকরা।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে নদী পাড়ের অনেক মানুষ হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে। একদিকে শীতের কুয়াশা অন্যদিকে হিমেল বাতাস। গবাদি পশু ও শিশুরাও অতিরিক্ত ঠাণ্ডায় বেশ কাতর হয়ে পড়েছে। অতিরিক্ত ঠাণ্ডার প্রভাবে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে প্রতিদিন শিশু ও বৃদ্ধ রোগী ভর্তি হচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে হাজার হাজার কম্বল জেলার ৯ উপজেলায় বিতরণ করা হলেও অনেকে এখনও শীতবস্ত্র না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

চরাঞ্চলে জেঁকে বসেছে শীত। শীতে কাবু চাঁদপুর সদর ও অন্যান্য উপজেলার বাসিন্দারা। ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন অনেকটা স্থবির। এই শীত উপেক্ষা করেও কাজ করতে বাইরে বের হতে দেখা গেছে অধিকাংশ খেটে খাওয়া মানুষকে।

শহর, গ্রাম কিংবা চরাঞ্চলের অনেক মানুষকে এমনকি শিশু-কিশোর, তরুণ, যুবকদের খড়কুটা জ্বালিয়ে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে।

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বাসিন্দা জুলহাস জানান, মেঘনা পাড়ের লোকজনের শীতে খুবই নাজুক অবস্থা। শীতে মানুষের কষ্ট বেড়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মুহাম্মদ শোয়েব বলেন, সারাদেশেই শীতের তীব্রতা বেড়েছে। বৃহস্পতিবার চাঁদপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.০৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে গতকালও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং যা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনেও ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এদিকে আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশায় বিমান, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়