রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

নির্বাচিত হলে ফরিদগঞ্জবাসীর সেবা করাকে এবাদত হিসেবে গ্রহণ করবো

--------ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ ব্যুরো ॥
নির্বাচিত হলে ফরিদগঞ্জবাসীর সেবা করাকে এবাদত হিসেবে গ্রহণ করবো

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, নির্বাচিত হলে ফরিদগঞ্জবাসীর সেবা করাকে এবাদত হিসেবে গ্রহণ করবো। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমার প্রতি ফরিদগঞ্জবাসীর যেই ভালোবাসা দেখেছি, তাতে আমি আবেগাপ্লুত। তাই যতোদিন বেঁেচ থাকি, শেষদিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। আশা করছি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে এসে আপনারা আমার প্রতীক ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিবেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকার মাঝির কারণে নৌকার বদনাম হচ্ছে। এর মধ্যে ব্যাঙ, সাপ, কুচিয়া, তেলাপোকা উঠে গেছে। পুরো উপজেলা মাদকে সয়লাব হয়ে গেছে। প্রতিনিধি লীগের মাধ্যমে এই উপজেলার মানুষ নির্যাতিত। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতেই ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। ঈগল প্রতীকের জয়ের মাধ্যমে নৌকাকে ভারমুক্ত করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব আগাছামুক্ত করার সাথে সাথে আমাদের জনপ্রিয়তা যাচাই করতেই আমাদেরকে নৌকার পাশাপাশি ঈগল দিয়ে মাঠে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন বলে বিশ্বাস করি।

তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য থাকাকালীন নাকি অন্যদলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি বলে অপপ্রচার করা হচ্ছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোনো মামলা দেইনি এবং এর সাথে জড়িত নই। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে মানুষ যাতে হয়রানি না হয়, সেদিকে খেয়াল রাখার সাথে সাথে এসব মামলা নিষ্পত্তিতে ভূমিকা রাখবো।

৪ জানুয়ারি বৃহস্পতিবার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ, গৃদকালিন্দিয়া বাজার, বর্ডার বাজার, কাউনিয়া বাজার, রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর বাজার, রূপসা বাজার, পৌর এলাকার ভাটিরগাঁও, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও ভাটিয়ালপুর চৌরাস্তায় অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় সভাগুলোতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, রুহুল আমিন রুবেল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়