প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল চাঁদপুরের কাছাকাছি হওয়ায় এখানে ভয়াবহভাবে নাড়া দিয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.৬। যার স্থায়িত্ব ছিলো মাত্র কয়েক সেকেন্ড। ২ ডিসেম্বর শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয়। চাঁদপুর জেলার পাশর্^বর্তী জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ হচ্ছে এই ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ঢাকা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার ভূমিকম্প সংক্রান্ত বার্তার মাধ্যমে জানা যায়, সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডের সময় এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ৫.৬ মাত্রার কয়েক সেকেন্ডের স্থায়ী এই ভূমিকম্পে পুরো চাঁদপুর কেঁপে ওঠে। বহুতল ভবনগুলোর ঝাঁকুনিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে পড়ে। এ সময় চারদিক থেকে শুধু চিৎকারের আওয়াজ শোনা যায়।
এই ভূমিকম্পের কারণে চাঁদপুর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ঘরের কাচের আসবাবপত্র শোকেস থেকে পড়ে ভেঙ্গে যায়। তবে কেহ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
চল্লিশোর্ধ্ব বয়সী অনেকেই বলেন, তাদের বয়সে তারা এ ধরনের ভূমিকম্প আর দেখেননি। মনে হচ্ছিল যেনো আর কয়েক সেকেন্ড স্থায়ী হলে ভবনগুলো ধসে পড়বে। ভূমিকম্পের এমন ভয়াবহতায় দিনভর মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল।