বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুনুর রশীদের দাফন সম্পন্ন
শামীম হাসান ॥

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হারুনুর রশীদের দাফন সম্পন্ন হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বালিথুবা পশ্চিম ইউনিয়নের রাজাপুর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়। শত শত দলীয় নেতা-কর্মী ও এলাকার মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজে ইমামতি করেন রায়পুর বড় পীর সাহেবের নাতি মাওলানা শামীম হোসেন। জানাজার পূর্বে ঢাকায় অবস্থানরত সাবেক এমপি ড. মোঃ শামছুল হক ভূঁইয়া মুঠোফোনে উপস্থিত মুসল্লিগণের উদ্দেশ্যে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন।

জানাজায় অংশ নেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান অহিদুর রহমান রানা, চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি মোহাম্মদ নুরুল হুদা, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ । হারুনুর রশীদ ঢাকায় অবস্থানকালে বৃহস্পতিবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার একটি হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে ১২টা ৩০মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়