প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের শাহজালাল মার্কেট হতে বালিয়া সড়কের পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সড়ক পাকাকরণের জন্যে নিম্নমানের ইট আনা হয়েছে। এসব ইট একেবারে ব্যবহারের অনুপযোগী বলা চলে। যা অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। কাজের ঠিকাদার প্রভাব বিস্তার করে নিম্নমানের ইট দিয়ে সড়কের গাইডওয়ালের কাজ করলেও কেউ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। যার ফলে নিজের মন মতো নিম্নমানের ইট ব্যবহার করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক’জন ব্যক্তি জানান, কাজের ঠিকাদার রুবেল তালুকদার প্রভাবশালী হওয়ার কারণে নিম্নমানের ইট ব্যবহার করলেও আমরা কেউ ভয়ে কিছু বলতে সাহস পাইনি। আমরা সঠিকভাবে সড়কের ভালো মানের কাজ চাই।
রুবেল তালুকদার ও ফরিদগঞ্জের টিপুর সাথে কথা বললে তারা সড়কের এই কাজকে একে অপরের কাজ বলে প্রচার করেন। কে কাজের ঠিকাদার সেটি বলতে তাদের সমস্যা কেন, তা নিয়ে রহস্য রয়েছে। এ ব্যাপারে বালিয়ার রুবেল তালুকদার বলেন, কাজের ঠিকাদার হচ্ছেন ফরিদগঞ্জের টিপু। আমি কাজ দেখাশোনা করি। উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে ইটের বিষয় নিয়ে কথা বলেন।
এ ব্যাপারে টিপুর মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমার লাইসেন্স ব্যবহার করা হয়েছে। রুবেল হচ্ছে কাজের ঠিকাদার। আমি কাজের ঠিকাদার নই।