মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ ছাড়ছেন গাজী মাঈনুদ্দিন
কামরুজ্জামান টুটুল ॥

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃতীয় বারের মতো দায়িত্ব পালনকারী গাজী মাঈনুদ্দিন।

গতকাল ১৩ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আজ ১৪ নভেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে তার পদত্যাগপত্র জমা দিবেন।

পদত্যাগের ঘোষণার পর সোমবার হাজীগঞ্জ ও শাহরাস্তি নির্বাচনী এলাকায় মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন করেছেন তিনি। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গাজী মাঈনুদ্দিন বলেন, তৃণমূল নেতৃবৃন্দের ইচ্ছার বাস্তবায়নে আমি আগে থেকেই পদত্যাগ করলাম। পদে থেকে জনসংযোগ ও রাজনৈতিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই পদত্যাগ করেছি।

তিনি আরো বলেন, আমার যথেষ্ট জনসমর্থন আছে এবং নেতা-কর্মী ও সমর্থকরা আমার সাথে আছেন। দলের মনোনয়ন পেলে সংসদ নির্বাচনেও আমি জয়লাভ করবো বলে আশাবাদী। দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনো কাজ করবো না।

হাজীগঞ্জ ও শাহরাস্তির আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়