মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০

বাগাদীতে ৩ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার ॥

৩ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা। ১২ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ৮নং বাগাদী ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ডের বাইতুল নূর জামে মসজিদের সামনে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাজু শরীফ (২৮), পিতা-মৃত ইসমাইল শরীফ, মাতা-রানু বেগম, সাং-ফুলঝুড়ি, ধানীসাফা ইউনিয়ন, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে চাঁদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বিপিএম, পিপিএমণ্ডএর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মামুনুর রশীদ, এএসআই (নিঃ) মোঃ অহিদ উল্লাহর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ উক্ত মাদক অভিযান পরিচালনা করে।

ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ১টি পোটলা উদ্ধার করে, যার ভেতরে সাদা পলিথিনের ভেতরে ১৮০০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আর বাম পকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ১টি পোটলা উদ্ধার করে, যার ভেতরে দেখা যায় ছোট ছোট ২৪টি পোটলা, যার প্রত্যেকটির ভিতরে ৫০ পিচ করে ১২০০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এভাবে সর্বমোট ৩০০০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য ৯ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় এফআইআর নং-২১ (তারিখ-১২/১১/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮) রুজু করা হয়েছে।

তিনি বলেন, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়