প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০
বিএনপি-জামাত ও সমমনা দলের ৪র্থ দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথমদিন চাঁদপুরের পরিস্থিতি ছিলো শান্তিপূর্ণ ও অনেকটাই স্বাভাবিক। লঞ্চ, ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। শহরে জনজীবন স্বাভাবিক ছিলো। অবরোধের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার সকালে নতুনবাজার, বড়স্টেশন ও পুরাণবাজার রঘুনাথপুর এলাকাসহ বিভিন্ন সড়কে অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগান ছিলো ‘আন্দোলন চলছে চলবেই। অবরোধ অবরোধ সফল হোক সফল হোক’।
অপরদিকে, চাঁদপুর জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে। অন্যদিকে যেকোনো নাশকতা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সজাগ ও সতর্ক পাহারায় ছিল পুলিশ প্রশাসন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিভিন্ন সড়কে টহল দিয়েছে। সাথে ছিলেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর দেশজুড়ে ডাকা চতুর্থ দফার অবরোধ কর্মসূচির প্রথম দিন চাঁদপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের কালী ও শ্যামা পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে একদিন আগে শনিবার জানিয়েছিল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে জানান, ৪৮ ঘণ্টা অবরোধে সনাতন ধর্মাবলম্বীদের কালী ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি, গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি হবে।