মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০

আইসিটিতে ১৪ দিনের প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
অনলাইন ডেস্ক

সারা দেশে প্রাথমিক শিক্ষকদের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে ১৪ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ১৫ নভেম্বর থেকে দেশের ৬৭টি টিচার্স ট্রিনিং ইন্সটিটিউশনে (পিটিআইতে) এ প্রশিক্ষণ দেয়া হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে শিক্ষকদের তালিকা চেয়ে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৪ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হচ্ছে ১৫ নভেম্বর থেকে। দেশের ৬৭টি পিটিআইয়ে প্রশিক্ষণের জন্য উপযুক্ত শিক্ষকদের তথ্য এডুকেশন ইনফরমেশন ম্যানেজম্যান্ট সিস্টেমে (পিইআইএমএস সফটওয়্যার) এন্ট্রি করতে বলা হয়েছে।

শিক্ষক মনোনয়নের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ২৫ জন। প্রশিক্ষণটি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট তাই প্রশিক্ষণার্থী মনোনয়নে অপেক্ষাকৃত নবীন প্রশিক্ষণবিহীন শিক্ষককে প্রাধান্য দিতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছরের বেশি নয়। এর মধ্যে যে শিক্ষক ল্যাপটপ পেয়েছেন কিন্তু কোনো প্রশিক্ষণ পাননি, এমন বিদ্যালয়ের শিক্ষককে এ প্রশিক্ষণে অগ্রাধিকার দিতে হবে।

এ ছাড়া যেসব বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি সেসব বিদ্যালয় থেকে এ অর্থবছরে সর্বোচ্চ দুজন শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে। কোনো শিক্ষক এর আগে আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ পেয়ে থাকলে আবারও তাকে প্রশিক্ষণ দেওয়া যাবে না। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়