বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

জনকল্যাণে তিনি অসামান্য অবদান রেখেছেন
আলআমিন হোসাইন ॥

গতকাল ২১ অক্টোবর ছিলো চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এ বছর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়ানুষ্ঠানে বক্তারা মরহুম আব্দুল মালেক ভূঁইয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ ভূঁইয়া বাড়ি সম্মুখস্থ মধ্য ইচলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ানুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মালেক ভূঁইয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। যুদ্ধকালে তিনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। এলাকার উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে তিনি অবদান রেখেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী।

দোয়ানুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মরহুমের ভাই ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী ও মধ্য ইচলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আব্দুল ওয়াদুদ।

মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল তার বাবা মরহুম আব্দুল মালেক ভূঁইয়ার আত্মার মাগফেরাতের জন্যে সকলের নিকট দোয়া চান। একই সাথে স্নেহের ছোট ভাই চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান (টিটু) ভূঁইয়ার আত্মার শান্তি কামনা করেন। বক্তব্য প্রদানকালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় পাশে ছিলেন মরহুমের আরেক ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া।

দোয়ানুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি। মিলাদণ্ডক্বিয়াম পরিচালনা করেন হযরত শাহসূফি শাহেন শাহ মাজার জামে মসজিদের খতিব মাওঃ আতিকুর রহমান গাজী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্য ইচলী পাকা জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ উল্লাহ। সবশেষে তবররুক বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন এবং বিভিন্ন মসজিদের ইমামণ্ডমুয়াজ্জিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক ভূঁইয়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। ২০০৯ সালের ২১ অক্টোবর ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়