বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে
প্রবীর চক্রবর্তী ॥

শেখ রাসেল দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্যে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে আয়োজিত সভায় মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, সরকারিভাবে শেখ রাসেল দিবস পালনে নানা কর্মসূচি নেয়া হয়েছে। এর সাথে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাদের মধ্যে দেশের জন্যে কাজ করার স্পৃহা জাগ্রত করতে হবে। কারণ আগামী বাংলদেশের নেতৃত্ব তারাই দিবে। তাই এখন থেকেই তাদের সেভাবে গড়ে তুলতে হবে। আপনারা যারা শিক্ষক রয়েছেন, তাদের দায়দায়িত্ব অনেক। আপনারা যদি নিয়মিত শ্রেণিশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এসব বিষয়ে জ্ঞানদান করেন, তবে আমি বিশ্বাস করি, ২০৪১ সালে আমরা যে সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, অবশ্যই তা বাস্তবায়িত হবে। শেখ রাসেল দিবস শুধু দিবস হিসেবে না দেখে শিশুদের মেধা ও মনন বিকাশে দিনটিকে দেখলে এদেশ উপকৃত হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ। আলোচনা শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে পুরস্কারগুলো শিক্ষকদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়