প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০
ভিক্ষুকমুক্ত সমাজ গঠনে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর সোমবার চাঁদপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২০২৩-২০২৪ অর্থবছরে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে অর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, একটি আদর্শ ও স্মার্ট সমাজ গড়তে হলে সমাজকে ভিক্ষুকমুক্ত করা আবশ্যক। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্যে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ, চাঁদপুর।