প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ও ফাজিল প্রথম বর্ষের নবীনবরণ ও ছবক অনুষ্ঠান বুধবার বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
নতুন শিক্ষার্থীদের ছবক পাঠ করান এবং উপদেশমূলক বক্তব্য রাখেন ফরাজীকান্দি কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। কিন্তু আমাদের নিজেদেরকে ও পরিবারকে ধর্মীয় শিক্ষায় গড়ার যে গুরুত্ব তা আমরা উপলব্ধি করতে পারছি না। আমাদের কাছ থেকে কীভাবে মানবিকতা ও নৈতিক চরিত্র লোপ পাচ্ছে সেটাও আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ আমরা যে যেই ধারার শিক্ষাগ্রহণ করি না কেনো নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছি না। তাই আমাদেরকে নৈতিক শিক্ষাগ্রহণ করে ভালো মানুষ হতে হবে।
সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য মোঃ মফিজুল হক মজুমদার। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটোয়ারী, কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ। আলোচনা সভা শেষে মিলাদণ্ডকিয়াম অনুষ্ঠিত হয়। সবশেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।