বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

অ্যাডঃ সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১১ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য অ্যাডঃ সিরাজুল ইসলামের ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ১১ অক্টোবর বুধবার বাদ আছর চাঁদপুর শহরে পুরান আদালতপাড়া নিজ বাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মোঃ মাহবুবুর রহমান। মোনাজাতের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও মরহুমের মেজো ছেলে অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।

উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, মরহুমের বড় ছেলে মোঃ সাইফুল ইসলাম সেন্টু ও ছোট ছেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস-চেয়ারম্যান জিএস তছলিম হোসেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ূন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিজি ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১১ অক্টোবর তথা ১০ অক্টোবর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অ্যাডঃ সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়