বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

ইলিশ সম্পদ রক্ষার দায়িত্ব এদেশে বসবাসকারী প্রতিটি মানুষের
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে মঙ্গলবার ১০ অক্টোবর সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা টাক্সফোর্স কমিটির আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষার দায়িত্ব প্রশাসন থেকে শুরু করে এদেশে বসবাসকারী প্রতিটি মানুষের। কারণ একটি মা ইলিশকে ডিম ছাড়ার সময় দিলে যে পরিমাণ ডিম ছাড়ে, তার দশভাগ বড় হলে নদীতে ইলিশের ছড়াছড়ি হবে। ইলিশ ইতিমধ্যেই জিডিপিতে অবদান রেখে চলছে। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর এই ২২দিন আমরা যদি প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে একটু সচেতন হই, তবে সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে তা বহুগুণে বৃদ্ধি পাবে। মাছের পরিমাণ বাড়লে ক্রমান্বয়ে এর দামও হ্রাস পাবে বলে বিশ্বাস করি।

ইউপি সদস্য মাইনুদ্দিন পাটওয়ারীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম, শেখ হোসাইন আহম্মদ রাজন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফ, গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়