প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০
বঙ্কিমচন্দ্রের গল্পে বিজ্ঞ মার্জারী যেমন তার বিচক্ষণ বাক্যালাপে নাস্তানাবুদ করে ছেড়েছিলো কমলাকান্তকে, ঠিক তেমনি অসুস্থ পৃথিবীকে নিয়ে কল্পতরুর নালিশ নাস্তানাবুদ করে ‘পূর্ণয়’কে। আর তাই কল্পতরুর সুস্থ পৃথিবীর আবদার পূরণে ‘পূর্ণয়’ নিয়ে আসছে ‘বৃক্ষ বিলাস-২০২৩’-এর আয়োজন।
পূর্ণয়ের প্রায় প্রতিটি আয়োজন হয়ে থাকে চাঁদপুর শহর এবং শহরবাসীর সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে। চাঁদপুর স্বপ্নের নগরী তো বটেই! তবে নগরীর বেড়ে ওঠার তাগিদে সময়ের সাথে বিলীন হচ্ছে সবুজের স্নিগ্ধ ছোঁয়া। অথচ ব্যস্তানুপাতিকভাবে বাড়ছে প্লাস্টিকের পরিমাণ। এতো পরিমাণে প্লাস্টিক আমাদের নদীকেন্দ্রিক শহরের ছোট খাল, লেক, পুকুরে পানি বিষাক্ত করে তুলছে। ছোট নালায় প্লাস্টিকের স্তূপে আটকে যাচ্ছে পানির স্বাচ্ছন্দ্যময় গতি। এই সমস্যার সমাধানের চেষ্টায় ‘বৃক্ষ বিলাস-২০২৩’ গত আয়োজনের ধারাবাহিকতায় শহরের সব শ্রেণির বৃক্ষপ্রেমী মানুষকে সবুজায়নে উদ্ধুদ্ধ করার ক্ষুদ্র প্রয়াস। গত ৬ অক্টোবর পূর্ণয় সদস্যরা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতে ‘বৃক্ষ বিলাস’ নিয়ে আলোচনা করেন। তাদের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তারা বলেন, আমাদের আয়োজনে আমরা ফুল, ফল, ঔষধি, বনজ, পাতা বাহারসহ সকল প্রকারের গাছের চারা জোগান দিচ্ছি। তবে আছে শর্ত। নির্দিষ্ট পরিমাণে গাছের চারার বিনিময়ে আপনাকে গুণতে হবে পড়ে থাকা/ফেলে দেয়া পরিত্যক্ত প্লাস্টিক। আপনাদের থেকে সংগ্রহ করা প্লাস্টিক আমরা পাঠিয়ে দিচ্ছি রিসাইক্লিং ফ্যাক্টরিতে। আগামী ১৩ তারিখ শুক্রবার চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত।