প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল ও ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃউপজেলা প্রমীলা ফুটবলে টাইব্রেকারে চাঁদপুর সদরকে ৩-২ গোলে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা ও জেলা প্রশাসক কাপ ফুটবলে মতলব উত্তর উপজেলাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর স্টেডিয়ামে সুন্দর একটি পরিবেশে দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে যে প্রমীলা ফুটবলের আয়োজন করা হয়েছে এটা দেখে পার্শ্ববর্তী জেলাসহ অন্য জেলা এ খেলার আয়োজনে উৎসাহিত হবে। তারা প্রমীলা ফুটবলের আয়োজনের ক্ষেত্রে চাঁদপুরকে অনুকরণ করবে।
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন বিপদগামিতা থেকে সরে আসতে পারবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজরাই আগামীতে এ দেশের নেত্বত্ব দিবে। যুব সমাজকে খেলাধুলাসহ সকল ভালো কাজে এগিয়ে আসতে হবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও গণমাধ্যমকর্মী এমআর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তছলিম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, শরীফ মোঃ আশ্রাফুল হক, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আলহাজ্ব শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা।