প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন (সিকেডিএফ) হাজীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে উক্ত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনকল্পে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল।
সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ সালের যে কার্যকরী কমিটি গঠন করা হয়, সেটি হচ্ছে : সভাপতি মনসুর আহমেদ বিল্পব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সহ-সভাপতি হাবিব উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত। কমিটির অন্য সদস্যরা হলেন : জহিরুল ইসলাম লিটন, খালেকুজ্জামান শামীম, সফিফুর রহমান, মুন্সী মোহাম্মদ মনির, অধ্যাপক এসএম চিশতী, আরিফ ইমাম মিন্টু, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার ও শাখাওয়াত হোসেন শামীম।