বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০

আমাদের দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সোমবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিরাট একটি বিক্ষোভ মিছিল হাজী মহসিন রোড থেকে বের হয়ে শহিদ মুক্তিযোদ্ধা সড়ক, বাইতুল আমিন মসজিদ চত্বর, কালীবাড়ি মোড়, জোড়পুকুর পাড়, জেএম সেনগুপ্ত রোড প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। এ সময় নেতা-কর্মীদের সরকার বিরোধী স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে এলাকার রাজপথ।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমউল্লাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ ও এমএ হান্নান, বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, এমএ শুক্কুর পাটওয়ারী, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ হারুনুর রশীদ, হাজী মোশাররফ হোসেন, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, কচুয়ার মোশারফ হোসেন, আফজাল হোসেন, আঃ কাদের বেপারী, শরীফ উদ্দিন পলাশ, মতলবের ডাঃ সরকার শামীম, তানভীর হুদা, হাজীগঞ্জের ড. আলমগীর কবির পাটওয়ারী, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, হাইমচরের আমিন বেপারী, মাজহারুল ইসলাম শফিকসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন ইউনিট থেকে বিএনপির নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল করে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশস্থল শহরের চিত্রলেখা মোড় সড়কে অবস্থান নেয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমাদের দফা এক, দাবি এক। শেখ হাসিনার পদত্যাগ।

তিনি উপস্থিত নেতৃবৃন্দ ও দলের সকল পর্যায়ে নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। আজকের মতো বিএনপির প্রতিটি কর্মসূচিকে ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী করতে হবে। নেতা-কর্মীদের প্রতি আমার এই আহ্বান রইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়