প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০
অবশেষে চাঁদপুর শহরের আঃ করিম পাটোয়ারী সড়কে চাঁদপুর সরকারি কলেজের সম্মুখে আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণের মধ্য দিয়ে উক্ত এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো এবং জলাবদ্ধতা নিরসন হলো।
পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কলেজের সামনে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ৩শ ৫০ ফুট দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করেছে চাঁদপুর পৌরসভা। এই গুরুত্বপূর্ণ সড়কে ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। ভোগান্তি পোহাতে হতো হাজার হাজার শহরবাসী ও শহরে চলাচলকারী কলেজের শিক্ষার্থী ও শত শত পথচারীদের। উল্লেখিত সমস্যা নিরসনে চাঁদপুর পৌরসভা দীর্ঘদিন পর হলেও পরিকল্পিতভাবে আধুনিক ড্রেন নির্মাণ করে এবং জলাবদ্ধতা নিরসনের টেকসই পদক্ষেপ বাস্তবায়ন করে। এজন্যে ভুক্তভোগী এলাকাবাসী মেয়র জিল্লুর রহমান জুয়েলকে ধন্যবাদ জানিয়েছেন। ড্রেনের পাশাপশি নির্মাণ হয়েছে বিভাগীয় শহরের আদলে আধুনিক ফুটপাত। এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচল সুগম হবে। এ কাজে পৌরসভার ব্যয় হয়েছে প্রায় ২১ লক্ষ টাকা।
এদিকে পৌর মেয়রের অনুরোধের প্রেক্ষিতে চাঁদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ কলেজের সামনের সড়কের প্রশস্ততা বৃদ্ধিতে কলেজ বাউন্ডারি ভেঙ্গে জায়গা ছেড়ে দেয়। এতে ঐ সড়কের প্রশস্ততা এখন ১০ ফুটে দাঁড়িয়েছে। ঐ এলাকায় যানজট নিরসনে এই সড়কের প্রশস্ততা কার্যকর ভূমিকা রাখবে।
এ ব্যাপরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ এই সড়কটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও একটু সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। পৌর মেয়রের প্রতিশ্রুতি মোতাবেক তিনি রাস্তা প্রশস্ত করেছেন, পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও ফুটপাত নির্মাণ করায় এ এলাকার চেহারা পাল্টে গেছে। আমরা মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি। এখন রাস্তাটির সংস্কার কাজ হলে এই সড়কটি নান্দনিক রূপ ধারণ করবে।
পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল জানান, ডিসেম্বরের মধ্যে চাঁদপুর শহরের প্রধান সড়কগুলোর কাজের টেন্ডার সম্পন্ন হবে। এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সড়কের পাশে সরকারি কলেজ অবস্থিত। তাই পরিকল্পনা অনুযায়ী সড়কের প্রশস্ততা বৃদ্ধি, ড্রেন নির্মাণ ও ফুটপাত নির্মাণ কাজ হাতে নিয়েছে চাঁদপুর পৌরসভা। ড্রেন ও ফুটপাত নির্মাণ হয়েছে। এখন সড়কের কাজ করা হবে।