প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার দশানী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। ৮ অক্টোবর রোববার দুপুরের দিকে মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি ছিল। তবে স্থানীয়রা কেউ তার নামণ্ডপরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহের পরিচয় জানলে মোহনপুর পুলিশ ফাঁড়ির ব্যবহৃত মোবাইল নাম্বার-০১৩২০-১৬৪৫৫০-এ যোগাযোগ করার জন্যে অনুরোধ করেছেন ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মুুনিরুজ্জামান।
মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, মরদেহের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।