প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে। চাঁদপুর পৌরসভা দলসহ জেলার ৮ উপজেলা বালক-বালিকা দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা।
৬ অক্টোবর বিকেল ৪টায় বর্ণিল আয়োজনে এই দুটি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, প্রযুক্তিতে আসক্তি নয়, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা তাদের জীবনমান উন্নত করবে, উদ্ভাবন করবে। তারা এগিয়ে যাবে, সঙ্গে দেশটাকে এগিয়ে নেবে। এজন্যে খেলাধুলা সর্বোৎকৃষ্ট উপায়।
তিনি বলেন, আমাদের দরকার একটি বিজ্ঞানমনস্ক চিন্তা-চেতনায় আধুনিক প্রগতিশীল মানবিক অসাম্প্রদায়িক সুস্থ সবল কর্মঠ প্রজন্ম গড়ে তোলা। এজন্যে তাদের যেমন পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তেমনি তাদের উদ্ভাবনী কাজে অংশ নিতে হবে। তাদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে। ঠিক তেমনি তাদেরকে খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ সবল কর্মঠ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, যাঁদের নামে এই দুটি ফুটবল টুর্নামেন্ট- বঙ্গবন্ধু নিজে একজন দক্ষ ফুটবলার ছিলেন। তিনি হকি খেলোয়াড় ছিলেন এবং ভালো ভলিবলও খেলতেন। আর বঙ্গমাতা ছিলেন মহীয়সী নারী। বঙ্গবন্ধু ছাত্রনেতা, যুবনেতা, বঙ্গবন্ধু মুজিব, জাতির পিতা পুরো পথপরিক্রমায় বঙ্গমাতা প্রতিটি মুহূর্তে তাঁর পাশে ছিলেন। তাঁকে সাহস-অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের ইতিহাসে বঙ্গমাতার বিরাট ভূমিকা রয়েছে। তাই নতুন প্রজন্মকে তাঁদের সম্পর্কে জানতে হবে। আজকে তাঁদের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে আগামীর প্রজন্ম বসবাস করবে, তারা এদেশের নাগরিক হবে। নতুন প্রজন্মের হাতেই গড়ে উঠবে সেই স্মার্ট বাংলাদেশ।
জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মতলব উত্তর উপজেলা ও হাইমচর উপজেলা বালক-বালিকা দল। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় মাঠ অনেকটাই বৃষ্টিভেজা ছিলো। দুটি ম্যাচে খেলোয়াড়রা তাদের স্বাভাবিক ক্রীড়া-নৈপুণ্য দেখাতে পারেনি। সময় কমিয়ে বালক-বালিকা দুটি ম্যাচেই পরপর অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা বালিকা ফুটবলে জয় পায় মতলব উত্তর উপজেলার মেয়েরা। অপরদিকে বঙ্গবন্ধু বালক ফুটবলে জয়ী হয় হাইমচর উপজেলা।
বঙ্গমাতা বালিকা ফুটবলে মতলব উত্তর উপজেলা ও হাইমচর উপজেলা দলের খেলায় নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে। ১-১ গোলের সমতায় পরে তাদের মধ্যকার টাইব্রেকার হয়। টাইব্রেকারে মতলব উত্তর উপজেলার মেয়েরা ২-১ গোলে হাইমচর উপজেলা মেয়েদের পরাজিত করে।
বঙ্গবন্ধু বালক খেলাতেও হাইমচর উপজেলা এবং মতলব উত্তর উপজেলা দল গোল পায়নি। তাদের মধ্যকার টাইব্রেকার হলে ৪-৩ গোলে জয় পায় হাইমচর উপজেলা। এই জয়ের ফলে বিজয়ী দুটি দল দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে।
আজকের খেলা (৭ অক্টোবর) : বঙ্গমাতা বালিকা অনূর্ধ্ব-১৭ চাঁদপুর সদর উপজেলা বনাম চাঁদপুর পৌরসভা সকাল সাড়ে ৯টায়। কচুয়া উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা দুপুর আড়াইটায়। বঙ্গবন্ধু বালক অনূর্ধ্ব-১৭ চাঁদপুর সদর বনাম চাঁদপুর পৌরসভা বেলা ১১টায়, কচুয়া বনাম ফরিদগঞ্জ বিকেল ৪টায়। স্থান চাঁদপুর স্টেডিয়াম।