প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসার জন্যে সিঙ্গাপুর গেলেন বাংলাদেশের শীর্ষ করদাতার সর্বোচ্চ সম্মাননাপ্রাপ্ত প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কাউছ মিয়া।
১ অক্টোবর রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর বয়স ৯৪ বছর। বয়স হবার কারণে চিকিৎসকের পরামর্শে রুটিন চেকআপ করাতে তাঁকে সিঙ্গাপুরে যেতে হয়। সপ্তাহ খানেক পরে চিকিৎসা শেষে তিনি আগামীকাল ৮ অক্টোবর রোববার দেশে ফিরবেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
কাউছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া সুমন জানান, বয়সের কারণে আব্বা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা নেই। তিনি ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকগণ, আপনারা দোয়া করবেন।