বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০

গুজবের বিরুদ্ধে আনসার সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন
হাছান খান মিসু ॥

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলার সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা কমান্ডেন্টের কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকাল আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা খুব বড় সমস্যাকে মোকাবেলা করতে হচ্ছে, সেটা হচ্ছে গুজব। একটি মহল আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের গুজব সৃষ্টি করে সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। এক্ষেত্রে আনসার সদস্যদের একটি বড় ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রামে আমাদের যে ৬৪ জন আনসার সদস্য রয়েছে তারা যদি যে কোনো রকম গুজবের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কার্যকর ভূমিকা পালন করেন এবং সাধারণ মানুষদের যদি জানিয়ে দেন এটি গুজব, এটি সত্য নয়, তখন এই গুজব বিস্তার লাভ করতে পারবে না।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছেন। তাঁর সারাজীবনের ত্যাগ, সংগ্রামের মধ্য দিয়ে এবং আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের শাহাদাত বরণের মধ্য দিয়ে, লক্ষ লক্ষ নারীকে চরমভাবে নির্যাতনের মধ্য দিয়ে, আমরা আমাদের এই স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীন দেশটিতে বঙ্গবন্ধুকে সপরিবারের নৃশংসভাবে হত্যা করার পর স্বাধীনতার সেই সমস্ত মূল্যবোধ, চেতনা সেগুলো সমস্ত নির্বাসনে পাঠানো হয়েছিলো।

তিনি বলেন, আজকে আমরা বক্তৃতা দিচ্ছি জয় বাংলা স্লোগান দিয়ে, এই জয় বাংলা স্লোগানকেও নির্বাসনে পাঠানো হয়েছিলো। কেউ জয় বাংলা স্লোগান দিতে পারতো না, ৭ই মার্চের ভাষণকে বাজাতে দিতো না। এর জন্যে আমাদের অনেক নেতা-কর্মীকে জেলে পচে মরতে হয়েছে, কতজনকে হত্যা পর্যন্ত করা হয়েছে। আমরা আমাদের স্বাধীনতার কথা বলতে পারিনি, স্বাধীনতার যে চেতনা ছিল তাকে পাল্টে ফেলা হয়েছিলো। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা সরকার গঠন করার পর আজকে আমরা আবার সেই স্বাধীনতার চেতনায় ফিরে এসেছি।

শিক্ষামন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলো তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মধ্যে বাংলাদেশকে প্রথমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন একটি চিরদিনের খাদ্য ঘাটতির দেশকে। বিগত ১শ’ বছরের বিদ্যুৎ ছিল ১৬০০ মেগাওয়াট, সেটাকে মাত্র পাঁচ বছরে ৪ হাজার ৩শ’ মেগাওয়াটে উন্নীত করলেন। সারাদেশে শিক্ষার হার ছিল ৪৫ভাগ, সেটাকে ৬৫ শতাংশে উন্নীত করলেন। এ রকম করে যোগাযোগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটালেন। কিন্তু ২০০১ সালে নির্বাচনে যখন আমরা সরকার গঠন করতে পারলাম না, ২০০১ থেকে ২০০৬ সেই বিএনপি-জামাতের সরকারের আমলে দেশকে আবারো খাদ্য ঘাটতি ও বিদ্যুৎ উৎপাদন কমানো, যোগাযোগ ব্যবস্থার অবনতিসহ নানা ক্ষেত্রে অবনতিতে নিয়ে যাওয়া হলো। এভাবে দেশকে তারা আবারও পিছিয়ে দিলো।

তিনি বলেন, আমরা সকলেই ভালো থাকতে চাই। নিজের পরিবারকে, নাতি-নাতনিসহ সকলকে এখন থেকে আরেকটু ভালো দেখতে চাই। তাহলে আজকের যে সরকার ও বিগত দিনে যে সরকার ছিলো, তাদের মধ্যে কারা ভালো করেছে আপনারাই তার জবাব দিবেন।

শিক্ষামন্ত্রী বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে বলেন, ইদানীংকালে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা সারা বিশ্বে যুদ্ধাবস্থা ও অস্থিরতার কারণেই বাড়ছে। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই এমন পরিস্থিতি।

তিনি দেশের বর্তমান উন্নয়নের তথ্য দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা এ দেশকে উন্নত করার জন্যে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন। বঙ্গবন্ধু টানেলসহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। এ সরকার আসলেই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেন, দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেন।

শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নে মানুষের জীবনযাত্রার মান যে বৃদ্ধি পেয়েছে, এদিকগুলো প্রতিটি গ্রামের আনসার ৬৪ জন সদস্যের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

কুমিল্লা রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আব্দুল আউয়াল ভিভিএম, পিভিএমএস-এর সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের পরিচালক (ডিপিডি প্রশিক্ষণ) মোঃ আমিন উদ্দিন ও চাঁদপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল ও ১৮ আনসার ব্যাটালিয়ানের পরিচালক রোকসানা বেগম। এলাকাভিত্তিক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন দলনেতা সাহাদাত হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার ভিডিপি সদস্য ফয়সাল আহমেদ ও গীতা পাঠ করেন রাজন দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়