প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ ৬ অক্টোবর শুক্রবার একদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছবেন। বেলা ১১টায় জেলা আনসার এডজুডেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আনসার সমাবেশে যোগদান করবেন, বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিকেল ৪টায় ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় যোগদান করবেন, বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর মেডিকেল কলেজ শাখার কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিকেল ৫টায় জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে চাঁদপুর নির্বাচনী এলাকার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী হতে প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়ক স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।