প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ধারাবাহিক রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ) কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম রোডমার্চে অংশ নিয়েছে চাঁদপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
বিভিন্ন যানবাহনের প্রায় পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুর থেকে রোডমার্চ করে কুমিল্লা পৌঁছে চাঁদপুর জেলার নেতা-কর্মীরা। সকাল সাড়ে সাতটার সময় হাজীগঞ্জের দেবপুরে তারা জড়ো হন এবং সেখান থেকে চাঁদপুরের বিশাল গাড়ি বহর কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। তারা কুমিল্লা বিশ্বরোড হয়ে ক্যান্টনমেন্টের কাছে কালা চাঁদপুরে গিয়ে সেখানে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে সমবেত হন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বক্তব্য রাখেন।
বিএনপির নেতা-কর্মীদের সাথে আলাপ করে এ তথ্য জানা যায়। কুমিল্লা হয়ে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাসের আমেজ ছিল চোখে পড়ার মতো। কুমিল্লায় রোডমার্চকে ঘিরে চাঙ্গা হয়ে উঠে চাঁদপুরের বিএনপি।
চট্টগ্রাম বিভাগের এই রোডমার্চ কর্মসূচিতে চাঁদপুর থেকে শেখ ফরিদ আহমেদ মানিক ছাড়াও এলাকার নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন কচুয়ার মোশারফ হোসেন, মতলবের হাজী মোঃ জালাল উদ্দীন, তানভীর হুদা, ফরিদগঞ্জের এম এ হান্নান, লায়ন হারুনুর রশিদ, মোতাহর হোসেন পাটোয়ারী, হাজিগঞ্জ থেকে ডক্টর মোহাম্মদ আলমগীর কবির পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, অ্যাডভোকেট মিজানুর রহমান, ফেরদৌস আলম বাবু, এমএ শুক্কুর পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট মুনিরা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দলের নজরুল ইসলাম বাদল, হাবিব ভূঁইয়া, মৎস্যজীবী দলের মোস্তফা কামাল, মিজানুর রহমান, তাঁতী দলের আলী আহমদ কমিশনার, মুজিবুর রহমান লিটন, ছাত্রদলের ইমাম হোসেন গাজী, ইসমাইল পাটোয়ারীসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লা সেলিম জানান, রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুরের সব সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীসহ সাধারণ জনগণও রোডমার্চে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই দিন সকাল ১০টায় কুমিল্লা থেকে শুরু হয় বিএনপির রোডমার্চ। এটি ফেনী হয়ে বিকেলে মিরসরাই ও সন্ধ্যা নাগাদ চট্টগ্রামে গিয়ে পৌঁছায়। রোডমার্চ চট্টগ্রাম পৌঁছার পর নগরীর কাজীর দেউড়িতে সমাবেশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রোডমার্চের নেতৃত্ব দেন।