প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌর এলাকার রাজপথের দুর্দিনের কর্মী, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। আর্থিক সমস্যার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছে না নজরুলের পরিবার। তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চাঁদপুর পৌরসভার মানবিক মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। গতকাল ৫ অক্টোবর তিনি তাঁর কার্যালয়ে দলীয় কর্মী নজরুলের সু-চিকিৎসার জন্যে এক লক্ষ টাকা সাহায্যের চেক তার স্ত্রীর হাতে তুলে দেন। এ সময় প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।