প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে র্যালির মধ্য দিয়ে শুরু হওয়া দিবসটির অংশ হিসেবে ছিলো শিক্ষকদের পা ধুয়ে দেয়া, আলোচনা সভা, সেমিনার এবং শিক্ষকদের শ্রদ্ধা জানাতে তাঁদের উদ্দেশ্যে কবিতা পাঠ, বক্তব্য প্রদান এবং দলীয় সংগীতের মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা জানানো।
দিবসটি উপলক্ষে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যডঃ জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, সাবেক সহকারী শিক্ষক সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের আলোচনা সভা ও সেমিনার পর্বের শুরুতে শিক্ষকদের পা ধুয়ে দেয় শিক্ষার্থীরা এবং পরে শিক্ষক দিবসের কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রদান এবং দলীয় সংগীতের মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা জানানো হয়।