বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন আজ
গোলাম মোস্তফা ॥

আজ ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩ অক্টোবর রাত ১২টায় শেষ হয়েছে এ নির্বাচনের সকল ধরনের প্রচার-প্রচারণা।

ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে সকল প্রচার-প্রচারণা শেষ করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নানা ধরনের কৌশল অবলম্বন করেন। তন্মধ্যে ব্যক্তিগত যোগাযোগ, সভা এবং কুশলাদি বিনিময় ছিলো অন্যতম।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ১১টি পদের নির্বাচন হওয়ার কথা থাকলেও ২টি পদে ২জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯টি পদের বিপরীতে যে সকল প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন : সভাপতি পদে গোলাম মোস্তফা খান (চেয়ার) ও মোঃ শাহজাহান মিয়া (ছাতা); সাধারণ সম্পাদক পদে এমআই মমিন খান (মোবাইল ফোন), মোঃ আখতারুজ্জামান (ঘড়ি), সায়েদুর রহমান মানিক (মাছ) ও হানিফ আখন্দ (মোরগ); সহ-সভাপতি পদে দুজন গিয়াসউদ্দিন তালুকদার (দোয়াত-কলম) ও মহসীন পাটোয়ারী (বই); যুগ্ম সম্পাদক পদে মোরশেদ আলম ভুট্টো (কলস) ও সোহরাব হোসেন নাছির (চাপকল); অর্থ সম্পাদক পদে শাহজাহান বেপারী (চাক্কা) ও মাঈনুদ্দিন শাহ তুহিন (মোমবাতি); প্রচার সম্পাদক পদে মোঃ শাহ আলম খান (হরিণ) ও হাবীব মীর (প্রজাপতি); কার্যকরী সদস্য পদে মোঃ হুমায়ুন (কাপ পিরিচ), ফয়েজ আহমেদ (টেলিভিশন), হোসেন আলী (গোলাপ ফুল) ও বশির উদ্দিন (চশমা)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীরা হলেন : সাংগঠনিক সম্পাদক পদে মফিজ উল্যা মিয়াজী ও দপ্তর সম্পাদক পদে মোঃ আমিনুল আলম রিয়াদ।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৪ জন। আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ খোরশেদ আলম বাবুল জানান, আজ ৫ অক্টোবর চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন-২০২৩ সফলভাবে সম্পন্ন করার জন্যে সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়