প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০
আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ এক দফা দাবি আদায়ে কুমিল্লা থেকে রোডমার্চ শুরু হয়ে বিকেল ৩টায় চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে শেষ হবে কেন্দ্রঘোষিত বিএনপির ১৫ দিনের এই কর্মসূচি।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির এই রোড মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লা সেলিমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা উপজেলা পৌর ইউনিট থেকে হাজার হাজার নেতা-কর্মী সেখানে সামিল হবেন।
তারা চাঁদপুর থেকে বাস, মিনিবাস, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির বহর নিয়ে সকাল সাতটার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকা-কুমিল্লা মহাসড়কের আমিরাবাদ এলাকায় অবস্থান নিয়ে চাঁদপুরের নেতা-কর্মীরা রোড মার্চকে স্বাগত জানাবে। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ এ তথ্য জানিয়েছেন।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে এই রোডমার্চ সফল করবো। কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের অংশ হিসেবে আমরা চাঁদপুর থেকে নেতা-কর্মীরা সেখানে যাচ্ছি।
তিনি বলেন, ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ হবে সরকার পতনের রোডমার্চ। এখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।