বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে গৃহবধূর কীটনাশক পানে আত্মহনন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে বিউটি আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিউটি আক্তার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মিজি বাড়ির মৃত ইমান হোসেনের স্ত্রী। এর আগে ওই গৃহবধূ পারিবারিক কলহের কারণে কীটনাশক পান করে।

জানা গেছে, বিউটি আক্তার ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ ঘরে কীটনাশক পান করেন। মাকে ছটফট করতে দেখে ছেলে জোবায়ের (৮) ডাক-চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। তবে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে সে হাসপাতালেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ৪ অক্টোবর বুধবার হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, পরবর্তী আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়