বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

আমরা সফল অভিযান চাই, সবার সহযোগিতা চাই
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।

আরো বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নৌ) শ্রীমা চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুছ ছাত্তার রাঢ়ী, হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আঃ জলিল মাস্টার, চর ভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ যুবায়ের শিমুল চোকদার, নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সউদ আল নাসের, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম মল্লিক, জাতীয় মৎস্যজীবী সমিতির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম বেপারী, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী নেতা ওমর আলী প্রধানীয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স সভাপতি কামরুল হাসান বলেন, সারাদেশের মতো চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবেন।

তিনি বলেন, গত বছরের চেয়েও এবার মা ইলিশ সংরক্ষণ অভিযান ফলপ্রসূ হবে। চাঁদপুর সদর ও মতলব নৌ সীমানায় কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্প থাকবে। আমরা চাই সফল অভিযান। এজন্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সফলভাবে পরিচালনা করতে বিভিন্ন সমন্বিত কৌশল প্রণয়ন করা হয় এবং বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়