বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

৬ অক্টোবর চাঁদপুরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর শুক্রবার থেকে জেলা পর্যায়ে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব (অনূর্ধ্ব -১৭) বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। উদ্বোধনী দিনে দুপুর আড়াইটায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে মতলব উত্তর বনাম হাইমচর উপজেলা। একইদিনে একই ভেন্যুতে বিকেল ৪টায় বঙ্গবন্ধু ফুটবলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মতলব উত্তর ও হাইমচর উপজেলা দল।

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশেই এ টুর্নামেন্ট শুরু হয়েছে। চাঁদপুর জেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, এ টুর্নামেন্টটি ৪টি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমে উপজেলা থেকে বাছাইকৃত সেরা দল জেলা পর্যায় ও জেলা পর্যায় থেকে বাছাইকৃত সেরা দল বিভাগীয় পর্যায় এবং বিভাগীয় পর্যায় থেকে সেরা দলগুলোকে নিয়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে এ খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সকল খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমাদের চাঁদপুর জেলার উপজেলা থেকে জয়ী দলগুলোই জেলা পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। জেলা পর্যায়ে জয়ী দলই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী দলসহ ক্রীড়ামোদী দর্শক ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতাসহ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সমর্থন দেয়ার প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়