প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে বাসা-বাড়ি টার্গেট করা আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অক্টোবর সোমবার রাতে পুলিশের কয়েকটি টিম নারায়ণগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ওই সময় তাদের সঙ্গে থাকা রেঞ্জ, স্ক্রু ড্রাইভার ও কোরাবাড়ি জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো- তুহিন প্রকাশ বাবু (৩০), ফরিদগঞ্জ উপজেলার স্বপন (৪০), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এালাকার মাসুম (৩৫), শাহরাস্তি এলাকার জামাল হোসেন (৩১) ও কুমিল্লা চান্দিনার মেহেদী হাসান (২৪)।
পুলিশের উপ-পরিদর্শক নূরে আলম হাজীগঞ্জের দুটি বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোরচক্রের সন্ধান পান। তিনি জানান, এই চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বহুতল ভবন টার্গেট করে। চোরচক্রের একজন বাসার ভেতরে প্রবেশ করে অন্যরা বাইরে এবং ভেতরে পাহারায় থাকে। সুযোগ বুঝে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে চম্পট মারে চক্রটি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে চুরির বিষয়ে স্বীকার করে। এর মধ্যে চারজন অনাবিল পরিবহনের দক্ষ চালক। এই পাঁচজন ছাড়াও কয়েকদিন আগে আরও তিনজনকে আটক করা হয়। চক্রটির মোট আট সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।