প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০
‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২ অক্টোবর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা চাঁদপুর শহরকে আধুনিক নগর ব্যবস্থাপনার আলোকে গড়ে তুলতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় টেকসই চাঁদপুর নগর বিনির্মাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সাথে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।